খুলনার দিঘলিয়ায় ভৈরব নদে ঘড়িয়ালের অস্তিত্ব দৃশ্যমান


দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার দিঘলিয়া উপজেলার ভৈরব নদের দিঘলিয়া-মহেশ্বর পাশা এলাকায় মহাবিলুপ্ত ঘড়িয়ালের দেখা পাওয়া গেছে। স্থানীয়দের ভাস্যমতে জানা যায়, এ এলাকায় দৃশ্যমান ঘড়িয়ালের সংখ্যা প্রায় ৩/৪ টি।
পরিবেশ অধিদপ্তরের আওতায় কর্মরত খুলনাঞ্চলের পরিবেশবাদী সংগঠন আলোর মিছিলের আাহবায়ক শেখ তারেক, মোঃ রবিউল ইসলাম রাজিব, মোঃ শামীমুল ইসলাম, মোঃ নাহিদ জুম্মান জেড ও মোঃ হাসিবুর রহমান এ প্রতিবেদককে বলেন, ঘড়িয়াল মানুষকে আক্রমণ করে না। বন্য প্রাণী সংরক্ষণ আইনে এটিকে ধরা, হত্যা, পাচার বা বিক্রি দন্ডনীয় অপরাধ। তাই তাঁরা ঘড়িয়াল মারা বা ধরা থেকে বিরত থাকতে বিশেষ ভাবে অনুরোধ করেছেন এ এলাকার সকল মহলকে।
পাশাপাশি যে কোনো প্রয়োজনে বন বিভাগ বা আলোর মিছিলকে খবর দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.