খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গণপিটুনি

খুলনা ব্যুরো: জেলার কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেলকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। এসময় ছাত্রলীগ নেতা রাজুসহ অন্তত ৫ জন আহত হয়েছে।

এলাকাবাসী জানায়, উপজেলার বাগালি ইউনিয়নের বাইলাহারানিয়া গ্রামে কালভার্ট নির্মানে  দুই নম্বর মালামাল দিয়ে ব্যবহার করা কালে গতকাল শনিবার এলাকাবাসী বাধা দেয়।
এতে কাজ বন্ধ রেখে রাসেল এলাকা থেকে চলে আসে। এরপর আজ রোববার (১ মার্চ) ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে কালভার্ট তৈরীর কাজ আবারও চালু করতে গেলে এলাকাবাসী আবারও প্রতিরোধ করে নিম্নমানের মাল দিয়ে কালভার্ট তৈরি করতে নিষেধ করে।
একপর্যায়ে রাসেলের অনুসারীরা এলাকাবাসী কে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী রাসেলসহ তার  অনুসারীদের  গণপিটুনি দেয়।
এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলে স্থানীয় থানার ওসি পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.