খুলনায় খুনের ৭ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার, হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন 

খুলনা ব্যুরো: খুলনার লবণচরা থানা এলাকায় সোহাগ পাটোয়ারী নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যার সাত ঘন্টার ব্যবধানে হত্যাকাণ্ডের রহস্য ও খুনিদের সনাক্ত করে গ্রেফতার করলো কেএমপি পুলিশ।
এ বিষয়ে আজ মঙ্গলবার (১ আগস্ট) খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানিয়েছেন।
প্রেস ব্রিফিংয়ে কেএমপি কমিশনার জানান, স্থানীয় এলাকায় মাদক বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছ। ইতিমধ্যে পুলিশের হাতে গ্রেপ্তার তিন আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবকিছু স্বীকার করেছেন। হত্যা শিকার হওয়া ব্যক্তি ও আসামীরা একাধিক মামলার আসামি। এ ঘটনায় মামলা হয়েছ।
হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকিদের গ্রেফতারের অভিযান চলছে বলেও জানান কেএমপি কমিশনার।
গ্রেপ্তার আসামিরা হলো, সোনাডাঙ্গা মডেল থানার পশ্চিম বানিয়াখামার আলকাতরা মিলের পেছনের মৃত ডাক্তার মোমেন উদ্দিন ওরফে মমিন শেখের ছেলে মোঃ মালেক (৩৭), লবণচরা থানার বুড়ো মৌলভীর দরগা এলাকার মাহাতাব শেখ এর ছেলে মোঃ সোহাগ (২০), একই এলাকার শাহজাহানের ছেলে মোঃ হাসিব (২১)।
প্রসঙ্গত: ৩১ জুলাই দিবাগত রাত ১২টার দিকে সোহাগকে ফোন করে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায় প্রতিপক্ষরা। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সোহাগ গল্লামারী এলাকার ১৮১, ৪নং কাশেম সড়কের বাসিন্দা আ: মালেক পাটোয়ারীর ছেলে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.