খুমেক হাসপাতালে ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

খুলনা ব্যুরো: খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
খুমেক হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে মূখপাত্র ডা. শৈলান্দ্রনাথ বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, করোনা উপসর্গ নিয়ে গতকাল সোমবার (০১ জুন) বিকেলে ফারুক হোসেন হাসপাতালে ভর্তি হয়েছিল। পরে রাত সাড়ে ১০ টার দিকে তার মৃত্যু হয়।
এছাড়া তহমিনা গতকাল সোমবারে কিডনি সমস্যা নিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ড ভর্তি হয়েছিল। পরে শ্বাসকষ্ট বাড়লে রাতে তাকে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়। আজ মঙ্গলবার (০২ জুন) ভোর রাত  ৫ টায় তার মৃত্যু হয়।
এছাড়া খুুুলনা মহানগরীর শেখপাড়ার বাসিন্দা ও ব্যবসায়ী নজরুল ইসলাম (৩৯) আইসোলেশন ওয়ার্ডে আজ সকাল পৌনে দশটায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ৩দিন ধরে জ্বরে ভুগছিলেন। তারা ৩ জন করোনা আক্রান্ত ছিল কিনা তা জানার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
ফারুক হোসেন যশোর জেলার ঝিকরগাছা থানার বেতখানা গ্রামের কিতাব আলীর ছেলে এবং তহমিনা যশোর জেলার মনিরামপুর থানার গাংরা গ্রামের মজিবরের স্ত্রী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.