খুবিতে ৪ কোটি ২৪ লাখ টাকার ইমপ্রুভমেন্ট প্লান উপস্থাপন

 

খুলনা ব্যুরো: খুলনা বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের রসায়ন বিজ্ঞান ডিসিপ্লিনে শেয়ারিং দ্য ইমপ্রুভমেন্ট প্লান ওয়ার্কশপ-৩ শীর্ষক কর্মশালা বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়। এসএ কমিটির সভাপতি রসায়ন বিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. সমীর কুমার সাধু ও প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার। চার বছর মেয়াদী ইমপ্রুভমেন্ট প্লান উপস্থাপন করেন এস এ কমিটির সদস্য ড. জামিল আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন এস এ কমিটির সদস্য এবিএম নাজমুল ইসলাম।

কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন রসায়ন বিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ রেজাউল হক। ইমপ্রুভমেন্ট প্লান উপস্থাপনের পর এর উপর পর্যবেক্ষণ পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় চার বছর মেয়াদী এই ইমপ্রুভমেন্ট প্লানে উচ্চশিক্ষার মানোন্নয়নে প্রস্তাবিত ব্যয় উপস্থাপন করা হয় ৪ কোটি ২৪ লক্ষ ৭৬ হাজার টাকা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.