খালেদা জিয়ার আসনে বিএনপি প্রার্থী মজনুকে গ্রেফতার না করার নির্দেশ হাইকোর্টের

ঢাকা প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনুর জামিন না হওয়া পর্যন্ত গ্রেফতার না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রাজধানীর বিভিন্ন থানায় মোট ২২টি মামলায় জামিন চেয়ে করা পৃথক পৃথক আবেদনের শুনানি না করে রোববার (২ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মুহাম্মাদ আবদুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ মৌখিকভাবে এ নির্দেশ দেন।

আদালতে মজনুর পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট এম. মাসুদ রানা। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট রমজান আলী।

২২ মামলার মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল, মিটিং, গোপন বৈঠক, পুলিশের দায়িত্ব পালনে বাধা ও ককটেল বিস্ফোরণ রয়েছে।

আইনজীবী মাসুদ রানা বলেন, রফিকুল আলমের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২২টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন জানান। তিনি ফেনী-১ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। এ অবস্থায় তার জামিন চেয়ে করা ২২টি আবেদন আজ হাইকোর্টের কার্যতালিকায় এলেও শুনানি হয়নি।

পরে আমাদের এক আবেদনের পরিপ্রেক্ষিতে ওই ২২ মামলায় জামিন শুনানি শেষ না হওয়া পর্যন্ত তাকে কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেফতার না করার বিষয়ে মৌখিক আদেশ দিয়েছেন। এছাড়া আগামীকাল তার জামিন আবেদনের ওপর শুনানি হবে বলেও আদেশ দিয়েছেন হাইকোর্ট।

আগামীকাল তার জামিন আবেদনের ওপর শুনানি হবে বলেও জানিয়েছেন হাইকোর্ট।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.