খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আবদ্ধ রেখেছে সরকার : ড. মোশাররফ

 

বিটিসি নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্চে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের নির্দেশ ছাড়া অর্থাৎ প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া এই আপিল করা সম্ভব নয়। খালেদা জিয়া আজকে সুপ্রিমকোর্টের ঘাড়ে বন্দুক রেখে অন্যায়ভাবে সরকারই তাকে কারাগারে আবদ্ধ রেখেছে। সরকার যদি আবদ্ধ না রাখতেন তাহলে হাইকোর্টে জামিন হওয়ার পরে সরকার পক্ষ থেকে আপিল করলো কেনো?

আগামী সংসদ নির্বাচনে খালেদা জিয়া ও বিএনপিকে বাইরে রেখে একটি প্রহসনের নির্বাচন করা। আমরা বলতে চাই, যে আন্দোলনে স্বৈরাচারের পতন হয়, যে আন্দোলনে স্বৈরাচারের টনক নড়ে, আমাদেরকে সেই আন্দোলন করতে হবে- এটাই বার বার সরকার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমাদেরকে বলে দিচ্ছেন। সেই ধরনের আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করার আমি আপনাদের আহ্বান জানাচ্ছি সরকারের উদ্দেশ্য ড. মোশাররফ এ কথা বলেন।

আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, বিএনপির সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ বক্তব্য রাখেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.