BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগেরহাটে সাবেক এমপি সেলিমের দোয়ার অনুষ্ঠান

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগেরহাটে সাবেক এমপি সেলিমের দোয়ার অনুষ্ঠান

বাগেরহাট প্রতিনিধি: হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়ে, মহান আল্লাহর নিকট তার সুস্থতা এবং একইসঙ্গে দেশবাসীর কাছে তার জন্য দোয়া প্রার্থনা করেন বিএনপি নেতা এম এইচ সেলিম, দেশের মানুষের কল্যাণে জিয়াউর রহমানের অবদান তুলে ধরে সাবেক জনপ্রিয় এমপি বীর মুক্তিযোদ্ধা এমএইচ সেলিম আরো বলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অতুলনীয়।

এছাড়া তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য সামনে রেখে সাধারণ মানুষ ও নেতা–কর্মীদের মাঝে লিফলেট বিতরণ করেন। অনুষ্ঠানে বাগেরহাট জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ স্থানীয়রাসহ হাজার হাজার  সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

গতকাল বিকালে বাগেরহাট সদর উপজেলার দেপাড়া এলাকায় বেলায়েত হোসেন ডিগ্রী কলেজ ক্যাম্পাসে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য এসব কথা বলেন।

বিএনপি দলীয় বাগেরহাট সদর আসনের সাবেক জনপ্রিয় এমপি বীর মুক্তিযোদ্ধা বিএনপি নেতা এমএইচ সেলিম বিএনপির দেয়া ৩১ দফা দাবী সম্বলিত লিফলেট বিতারন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে এক দোয়ার অনুষ্ঠান করা হয়েছে।

দোয়া অনুষ্ঠান বক্তব্য রাখেন, বেলায়েত হোসেন ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সাবেক জনপ্রিয় এমপি এম এ এইচ সেলিম। জেলা যুবদলের সাবেক সভাপতি ফকিরহাট ফকির তারিকুল ইসলামের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠান পুর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান টুটুল, বিএনপি নেতা ও বাগেরহাট জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক মিনা মারুফুজ্জামান( রনি), অ্যাড. আব্দুস সবুর, জেলা মহিলা দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শিরিনা আক্তার, রেহেনা আক্তার লাকি, বেলায়েত হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক মো. শহীদুল ইসলামসহ স্থানিয় বিএনপিও তার অংঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।

এ সময় এমএ এইচ সেলিমের দুই ছেলে মেহেদী হাসান প্রিন্স ও  সামিট হাসান উপস্থিত ছিলেন।

পরে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল করাসহ উপস্থিত জনসমাবেশে বিএনপির দেয়া ৩১ দফা দাবী সম্বলিত লিফলেট বিতারন করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শনি গ্রহের বৃহত্তম চাঁদ টাইটানে প্রাণের সম্ভাবনার ইঙ্গিত খুলনায় এনসিপি নেতাকে গুলি, চাঞ্চল্যকর তথ্য জানাল পুলিশ গণভোটে গণঅংশগ্রহণই পরিবর্তনের ধারা সূচিত করবে : তথ্য উপদেষ্টা বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল ফাইনালে ট্রাইবেকারে চ্যাম্পিয়ন বিলচলন শহীদ শামসুজ্জোহা কলেজ তারেক রহমানের নেতৃত্বে উন্নত-সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় যাত্রী হতে চাই – শাহ মো: ওয়ারেছ আলী মামুন বাগেরহাট-৪ আসনে তৃনমুল কর্মীরা ফুঁসে উঠেছেন, মোরেলগঞ্জে বিএনপির ত্যাগী নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি খুলনায় ‘বাসার ভেতরের অন্তঃকোন্দলে’ এনসিপি’র শ্রমিকনেতাকে গুলি : পুলিশ বর্ণবাদের বিষবাষ্প এবার খাজার দুই মেয়ের দিকে, রুখে দাঁড়ালেন স্ত্রী র‍্যাচেল ভেনেজুয়েলার ট্যাংকার আটকানো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন : চীন ইসাকের পা ভেঙে যাওয়ার আশঙ্কা লিভারপুলের