খালেদাকে মুক্ত করা স্বাধীনতা দিবসে বিএনপির অঙ্গীকার : মহাসচিব মির্জা ফখরুল

 

ঢাকা প্রতিনিধি:  আজ মঙ্গলবার স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতি সৌধে শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি। গণতন্ত্র পুনরুদ্ধার এবং খালেদা জিয়াকে মুক্ত করাই এবারের স্বাধীনতা দিবসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গীকার বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শ্রদ্ধা নিবেদন শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, গণতন্ত্র ও দেশনেত্রীকে (খালেদা জিয়া) মুক্ত করাই স্বাধীনতা দিবসে আমাদের অঙ্গীকার। দেশবাসীকে সঙ্গে নিয়ে দেশনেত্রীকে আমরা মুক্ত করবো।

মির্জা ফখরুল আরও বলেন, স্বাধীনতার চেতনা ও আদর্শ নিয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, তা লুণ্ঠিত হয়েছে। বাকশালের আদলে একদলীয় শাসন কায়েম করা হয়েছে। আজ দেশের মানুষের কোনো নিরাপত্তা নেই, কোনো অধিকার নেই, গণতন্ত্র নেই।

স্বাধীনতার আদর্শকে পুনরুদ্ধার করার জন্য দেশবাসীকে শপথ নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন,  ড. মঈন খাঁন, নজরুল ইমলাম খাঁন, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ দলের সিনিয়র নেতা ও কর্মীদের নিয়ে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.