খাগাইলে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

সিলেট ব্যুরো: সিলেট-ভোলাগঞ্জ সড়কের খাগাইলে মাইক্রোবাসেরর সঙ্গে সিএনজি অটোরিকশার ধাক্কায় ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
গোয়াইনঘাট থানার ওসি নজরুল ইসলাম বিটিসি নিউজকে জানান, মাইক্রোবাসটির চাকা ফেটে গেলে সিলেটগামী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার ছয় জন যাত্রী নিহত হন। ঘটনাস্থলেই পাঁচ জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। মাইক্রোবাসটি ভোলাগঞ্জের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসটি পর্যটক বহনকারী। সিএনজি অটোরিকশাটি ছিল নিবন্ধনহীন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিলেট ব্যুরো প্রধান মো. জাকিরুল হোসেন জাকির। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.