BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

খাগড়াছড়িতে বাস উল্টে প্রাণ গেল দুজনের, আহত-১২

খাগড়াছড়িতে বাস উল্টে প্রাণ গেল দুজনের, আহত-১২

 

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ১২ জন আহতের খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে সাপমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দীঘিনালার কবাখালি এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক ও অনিল চাকমা।

আহতদের মধ্যে ছয়জনের নাম জানা গেছে।

তারা হলেন- মো. রাইদুল ইসলাম (৩০), মো. আতাউর রহমান (৬১), শাহানা বেগম (৫০), সুপর্ণা চাকমা (৩), রেহানা চাকমা (৩০) ও মনি চাকমা (১৮)। আহতরা খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালের দিকে রাঙ্গামাটির বাঘাইছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘শান্তি পরিবহনের’ একটি বাস সাপমারা এলাকায় পৌঁছালে পুলিশ চেকপোস্টর পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ ঘটনায় কমপক্ষে ১০ থেকে ১২ জন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস ও পুলিশ। পরে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, উল্টে যাওয়া বাসটির নীচে আরও একাধিক মরদেহ থাকতে পারে।

মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী বলেন, ‘বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। উদ্ধার কার্যক্রম চলমান আছে। পরে বিস্তারিত জানানো হবে।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খাগড়াছড়ি প্রতিনিধি এ কে এম মোসাদেক হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চাঁপাইনবাবগঞ্জের বিভীষণ সীমান্তে ৫ জনকে ঠেলে দিলো বিএসএফ অপুষ্টিজনিত নানা সমস্যার কারণে অনেক শিশু স্বাভাবিক বিকাশ থেকে পিছিয়ে পড়ে, বাগেরহাটে স্কুল মিল্ক কর্মসূচি উপলক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ  কুড়িগ্রামে ৩৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ  পূর্ণাঙ্গ আক্রমণে নিজেকে রক্ষা করতে পারবে না সুইজারল্যান্ড : সেনাপ্রধান মিয়ানমারে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে : জান্তা প্রধান রাশিয়া শান্তি চায় না, কিয়েভে হামলাই এর প্রমাণ : জেলেনস্কি জাপানে দুই ট্রাকের সংঘর্ষের পর একই স্থানে দুর্ঘটনার কবলে ৫০টি যানবাহন গ্রিসের ক্রিট উপকূল থেকে ৪০০ অভিবাসন প্রত্যাশী উদ্ধার টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ উদ্ধার-১৮ ২৬ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী