ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ২টি খেলা অনুষ্ঠিত হয়

ক্লেমন ক্রিকেট একাডেমি: রাজশাহী মহিলা ক্রিড়া কমপ্লেক্স মাঠে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় সকাল ০৯:০০ মিনিটে এতে প্রতিদন্দিতা করে ওল্ড বয়েজ বনাম পুথিলয় কিংস ঈশ্বরদী। টসে জিতে ওল্ড বয়েজ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। পুথিলয় কিংস ঈশ্বরদী ১৯.০৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ তুহিন ১৫ বলে ২২ রান এবং সেলিম ৩৩ বলে ১৭ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের টনি ১৯ রানে ৫টি এবং তাওসিফ ১৯ রানে ৩টি উইকেট লাভ করে। ওল্ড বয়েজ ১২.২ ওভারে ০২ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ সাগর ২৯ বলে ৪১ টনি ২৫ বলে ২৯ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের হাফিজ আসিফ ও রক্তিম ১টি করে উইকেট দখল করে।

ফলাফল : ওল্ড বয়েজ ৮ উইকেটে জয়লাভ করে।

দিনের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয় দুপুর ১২:০০ মিনিটে এতে প্রতিদন্দিতা করে ইয়ং ট্যালেন্ট ক্রিকেট একাডেমি বনাম বাংলা ট্র্যাক (গ্রীন)। বাংলা ট্র্যাক (গ্রীন) ব্যাট করার সিদ্ধান্ত নেয়। বাংলা ট্র্যাক (গ্রীন) ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ শুভ্র ৫৫ বলে ৭৬ সাব্বির ৩২ বলে ৬৯ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের জুবায়ের ২০ রানে ২টিউইকেট দখল করে। জবাবে ইয়ং ট্যালেন্ট ক্রিকেট একাডেমি ২০ ওভারে ০৯ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ জুবায়ের ২২ বলে ৪০ এবং আলভী ১৭ বলে ১৭ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের রাজু ১৭ রানে ৪টি হামজা ৯ রানে ২টি করে উইকেট লাভ করে।

ফলাফল : বাংলা ট্র্যাক (গ্রীন) ৬৭ রানে জয়লাভ করে। #প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.