ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ২টি খেলা অনুষ্ঠিত হয়

ক্লেমন ক্রিকেট একাডেমি: রাজশাহী মহিলা ক্রিড়া কমপ্লেক্স মাঠে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় আজ রবিবার সকাল ০৯:০০মিনিটে এতে প্রতিদন্দিতা করে বাংলা ট্র্যাক (রেড) বনাম আল রশিদ ক্রিকেট একাডেমি । আল রশিদ ক্রিকেট একাডেমি টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। বাংলা ট্র্যাক (রেড) ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে।

দলের পক্ষে সর্বোচ্চ সজিব ৫৮ বলে ৬৯ সবুজ ৩২ বলে ৫১ রনী ০৯ বলে ১৪ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের কোরবান ৪৮ রানে ৩টি এবং সনি ২৮ রানে ২টি উইকেট দখল করে। জবাবে আল রশিদ ক্রিকেট একাডেমি ২০ ওভারে ০৭ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ সুমন ২৩ বলে ২৬ কোরবান ১৬ রানে ২২ এবং হাকিম ৩০ বলে ১৯ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের আনোয়ার ১৬ রানে ২টি এবং শামিম ২৮ রানে ২টি করে উইকেট দখল করে।

ফলাফল : বাংলা ট্র্যাক রেড ২৪ রানে জয়লাভ করে।

দ্বিতীয় খেলা শুরু হয় দুপুর ১২:৩০ মিনিটে এতে প্রতিদন্দিতা করে আসাদ স্পোর্টস ক্রিকেট একাডেমী বনাম ইয়ং ট্যালেন্ট ক্রিকেট একাডেমী (ঢাকা) । আসাদ স্পোর্টস ক্রিকেট একাডেমী টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ইয়ং ট্যালেন্ট ক্রিকেট একাডেমী (ঢাকা) ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ সাঈদ ৩৭ বলে ২৭ ফয়সাল ১৭ বলে ২৭ ও আলভি ১৬ বলে ২৪ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের আশরাফ ২৬ রানে ৩টি খালেদ ১৭ রানে ২টি করে উইকেট দখল করে। জবাবে আসাদ স্পোর্টস ক্রিকেট একাডেমি ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে রবিন ৪৭ বলে ৬৫ এবং নুর আলম ১০ বলে ১১ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের সাঈদ ৯ রানে ৪টি মিজান ১৬ রানে এবং আফ্রিদি ১৭ রানে ২টি করে উইকেট দখল করে।

ফলাফল : ইয়ং ট্যালেন্ট ক্রিকেট একাডেমী (ঢাকা) ৪১ রানে জয়লাভ করে। #প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.