BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় নিহত-৪

ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় নিহত-৪

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি পারিবারিক অনুষ্ঠানে বন্দুক হামলায় চার জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) রাতে স্টকটন শহরে এই হামলার ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

হামলার পর অভিযুক্ত হামলাকারী এখনও পলাতক অবস্থায় রয়েছেন।

একে ‘পূর্ব পরিকল্পিত হামলার ঘটনা’ বলে অভিহিত করেছে পুলিশ। স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে বড়দের পাশাপাশি শিশুও রয়েছে।

সান জোয়াকুইন কাউন্টি শেরিফের কার্যালয় সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, ‘এই হামলায় ১০ জন আহত হয়েছেন ও চার জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।’

ওই অফিস আরও জানায়, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী এটিতে পরিকল্পিত হামলা বলে মনে করা হচ্ছে। তদন্তকারীরা সব সম্ভাবনা যাচাই করছেন। তদন্তকারীরা হামলাকারীর বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করেননি।

স্টকটনের ভাইস মেয়র জেসন লি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘একটি শিশুর জন্মদিনের অনুষ্ঠানে এমন বন্দুক হামলার খবর ভীষণ মর্মান্তিক ও ক্ষুব্ধ করার মতো। জন্মদিনের পার্টি কখনোই মানুষের মৃত্যুর ভয় পাওয়ার জায়গা হওয়া উচিত নয়।’ #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ