কোর্টে ফিরেই হারলেন নাদাল

বিটিসি স্পোর্টস ডেস্ক: চোট কাটিয়ে প্রায় এক বছর পর কোর্টে ফেরাটা সুখকর হলো না রাফায়েল নাদালের। ব্রিসবেন আন্তর্জাতিক টুর্নামেন্টে দ্বৈত ইভেন্টে হেরে গেছেন স্প্যানিশ এই তারকা। হেরে গেলেও কোর্টে বেশ উদ্যমী দেখা গিয়েছে ২২ গ্র্যান্ড স্লাম জেতা এই টেনিস তারকাকে।
রবিবার ব্রিসবেনে মার্ক লোপেজের সঙ্গে জুটি বেঁধে নাদাল খেলেছেন অস্ট্রেলিয়ার ম্যাক্স পার্সেল ও জর্ডান থমসনের বিপক্ষে।
ম্যাচ হেরেছে ৬-৪, ৬-৪ গেমে। এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে দ্বিতীয় রাউন্ডে নিতম্বে আঘাত পেয়ে ছিটকে যান নাদাল। এরপর জুনে হয় অস্ত্রোপচার। চোট কাটিয়ে অবশেষে ফিরলেন কোর্টে।
১৪ জানুয়ারি শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। এই টুর্নামেন্ট দিয়ে নিজেকে ফিরে পেতে চাইবেন নাদাল। কবে টেনিসকে বিদায় জানাবেন সেটাও অবশ্য নিশ্চিত করে বলছেন না তিনি,’আমি বলব না, এটাই আমার টেনিসের শেষ বছর, কারণ আমি টেনিস খেলতে ভালবাসি এবং যা করছি তা উপভোগ করতে চাই। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.