কোরবানী ঈদের আগেই চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলবে বনলতা এক্সপ্রেস: রেলমন্ত্রী


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  আগামী ঈদুল আযহার আগেই চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত সরাসরি আন্তঃনগর ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’ চালু হবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনে জেলাবাসীর জন্য বরাদ্দ থাকবে মোট ২’শ ৭৬টি আসন।

এর মধ্যে একটি এসি বগিতে ৯২টি ও দুটি শোভন বগিতে ১’শ ৮৪টি আসনে বসে সরাসরি ঢাকা যেতে পারবেন চাঁপাইনবাবগঞ্জবাসী।

আজ শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন পরিদর্শন শেষে স্টেশন চত্বরে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী অ্যাড. নুরুল ইসলাম সুজন।

এসময় তিনি বলেন, দেশের প্রথম বিরতিহীন ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’ চালুর সময়ই ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত নিয়ে আসার বিষয়টি আমাদের ভাবনায় ছিল। যেহেতু এটি শেষ স্টেশন, তাই এখানে ট্রেন রাখার জন্য আলাদা লাইন, ট্রেন পরিষ্কারের জন্য ওয়াশফিট ও প্লাটফরম প্রয়োজন। ইতোমধ্যে সেসব নির্মানের কাজ শুরু হয়েছে। তবে সেসব কাজ শেষ হওয়ার আগেই বনলতা এক্সপ্রেস চালু হবে। জেলাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত প্রকল্প হিসেবে গুরত্বের সাথে ভেবে আগামী ২৫ জুলাই হতেই এ ট্রেন দেয়া হবে।

রেলমন্ত্রী আরও বলেন, বনলতা এক্সপ্রেস ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ১ হাজার যাত্রী রাজশাহী পর্যন্ত যেতে পারবেন। তবে চাঁপাইনবাবগঞ্জ থেকে ২’শ ৭৬টি আসনই বরাদ্দ থাকবে। আগামীতে আসনের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিজানুর রহমানের সঞ্চালনায় সুধী সমাবেশে করেন, পৌর আ.লীগের সভাপতি অধ্যাপক শরিফুল আলম।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ জেলার সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী ইসলাম জেসী, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন, জেলা যুব মহিলালীগের সভাপতি আলহাজ্ব অ্যাড. ইয়াসমীন সুলতানা রুমা, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মোসফিকুর রহমান টিটো, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল, সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, রাজশাহী সংরক্ষিত আসনের এমপি অ্যাড. আদিবা আনজুম মিতা, বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক মো. শহীদুল ইসলাম, পৌর আ.লীগের সহ-সভাপতি ‘এরফান গ্রুপ’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. এরফান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমনসহ জেলা, উপজেলা, পৌর আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্যরা।

এর আগে আজ শুক্রবার সকালে রেলমন্ত্রী দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে স্থলবন্দরে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলমন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী এ্যাড. নুরুল ইসলাম সুজন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ বন্দরসহ দেশের যেসব এলাকায় এখনো রেলপথ চালু হয়নি, সেসব এলাকায় অতিদ্রুত রেলপথ চালু করার উদ্যোগ নিয়েছেন।

রেলপথমন্ত্রী বলেন, চাঁপাইনবাবগঞ্জবাসীর অনেক দিনের দাবি পূরণ করতে সোনামসজিদ স্থলবন্দরের রেল সম্প্রসারণের কাজ অতিদ্রুত শুরু হবে। এজন্য পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সমঝোতা হলে সোনামসজিদের বিপরীতে ভারতের মহদীপুর থেকে মালদা পর্যন্ত রেল লাইন স্থাপন সম্ভব হবে। এটি সম্পন্ন হলে সোনামসজিদ স্থলবন্দর আরো এক ধাপ এগিয়ে যাবে।

উল্লেখ্য, রেলপথ মন্ত্রী ৩ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত যশোর, খুলনা, বাগেরহাট, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড় এবং নীলফামারী জেলা সফরের অংশ হিসেবে শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ সফরে আসেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.