কোম্পানীগঞ্জে বাল্যবিবাহের অপরাধে বর-কনে পক্ষকে অর্থদন্ড

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী কোম্পানীগঞ্জে বাল্যবিয়ের অপরাধে কনের পিতা ও বরপক্ষকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলা চরহাজারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.জিয়াউল হক মীর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,বাল্যবিয়ে সংঘটিত হচ্ছে জেনে উপজেলা নির্বাহী হাকীম ও উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মো.ছামিউল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন।
এ সময় কনের জন্মসনদ অনুযায়ী কনের বয়স ১৬ বছর ৯ মাস ৬ দিন। বর ও বরপক্ষকে জিজ্ঞাসাবাদে তারাও মেয়ের বয়স ১৮ বছর হয়নি মর্মে  অবগত আছেন বলে স্বীকার করেন। অপরাধ স্বীকার করায় পরে কনের বাবাকে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭  মোতাবেক ১০ হাজার টাকা এবং বর পক্ষকেও একই আইনে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন উপজেলা নির্বাহী হাকীম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ছামিউল ইসলাম। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করেন কোম্পানীগঞ্জ থানার পুলিশ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.