কোভিড বিপর্যয় আইন প্রত্যাহার করা হলো

কলকাতা (ভারত) প্রতিনিধি: আগামী ১লা এপ্রিল থেকে সমস্ত রাজ্য  ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলোতে আর কোভিড বিপর্যয় মোকাবিলা আইন লাগু থাকবে না। পরিবর্তে মানতে হবে কোভিড সতর্কতা বিধি। রাজ্যগুলো নিজের মতন করে কোভিড আচরণ বিধি লাগু করতে পারবে।
গতকাল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা সব রাজ্যগুলোকে এই নির্দেশ নামার চিঠি পাঠিয়েছে।
গত সাত সপ্তাহ ধরে লাগাতার কমছে দৈনিক সংক্রমণ।
সর্বশেষ নথিভুক্ত দৈনিক আক্রান্তের হার ০,২৬ শতাংশ।গত চব্বিশ ঘন্টায় কোভিড সন্দেহে ৭লক্ষ নাগরিকের পরীক্ষা করা হয়েছে।তার মধ্যে মাত্র এক হাজার সাতশ আটাত্তর জনের দেহে সংক্রমণ মিলেছে। তাও আবার মারাত্মক কিছু নয় কয়েকটি কেস ব্যাতিত।
কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক থেকে বলা হয়েছে কোভিড বিপর্যয় আইন প্রত্যাহার করা হলেও বাতিল নয়।
সবাইকে কোভিড সতর্কতা বিধি মানতে হবে সেই সাথে নির্দিষ্ট সময়ে টিকাকরণ ও করতে বলা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.