কোপা দেল রের শেষ ষোলোতে বার্সেলোনার প্রতিপক্ষ বিলবাও

বিটিসি স্পোর্টস ডেস্ক: কোপা দেল রের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার (০৭ জানুয়ারি)। সেখানে প্রতিযোগিতার সবচেয়ে সফল দল বার্সেলোনা শেষ ষোলোতে প্রতিপক্ষ হিসেবে অ্যাথলেতিক বিলবাওকে পেয়েছে। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ খেলবে এলচের বিপক্ষে।
এদিকে ‘স্প্যানিশ কাপ’ নামে পরিচিত প্রতিযোগিতাটির শেষ ষোলোতে বর্তমান লা লিগা চ্যাম্পিয়ন অ্যাথলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। সেভিয়ার প্রতিপক্ষ রিয়াল বেতিস।
স্পেনের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতায় শেষ বত্রিশের ম্যাচে লিনারেস দেপোর্তিভোকে ২-১ গোলে হারিয়েছিল বার্সেলোনা। এদিকে তৃতীয় সারির দল আলকোইয়ানোর বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। আর রায়ো মাজাদাহোন্ডাকে ৫-০ গোলে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ।
এক লেগের শেষ ষোলোর ম্যাচ বার্সেলোনা খেলবে ১৮, ১৯ অথবা ২০ জানুয়ারি। ম্যাচের সঠিক তারিখ পরে জানানো হবে। স্প্যানিশ সুপার কাপে নেই এমন দলগুলোর খেলা হবে ১৪ ও ১৬ জানুয়ারি।
৯ মাস আগে সেভিয়ায় গত আসরের ফাইনালে বিলবাওকেই ৪-০ গোলে হারিয়ে রেকর্ড ৩১তম শিরোপা জিতেছিল বার্সেলোনা। প্রতিযোগিতাটির দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাধারী দল বিলবাও। তারা এই প্রতিযোগিতাটির শিরোপা জিতেছে ২৩ বার।
এর আগের মৌসুমেও এক লেগের কোয়াটার-ফাইনালে মুখোমুখি হয়েছিল দল দুটি। সেবার যোগ করা সময়ের গোলে ১-০ ব্যবধানে জিতেছিল বিলবাও। এ ছাড়া ২০০৯, ২০১২, ২০১৫ আসরের ফাইনালেও মুখোমুখি হয়েছিল তারা, প্রতিবারই শিরোপা উৎসব করেছিল বার্সেলোনা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.