কোনো কোটা থাকবে না , প্রধানমন্ত্রীর বক্তব্যই ফাইনাল

বিটিসি নিউজ ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন সরকারি চাকরিতে কোটা থাকবে কি না সে বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যই ফাইনাল বলে জানিয়েছেন।’সরকারি চাকরিতে কোটা ইস্যুতে প্রধানমন্ত্রীর যা বলেছেন তাই হবে। সরকারি চাকরিতে কোনো কোটা পদ্ধতি থাকবে না।’

এছাড়া সরকারি চাকরিতে কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন জারির দাবিতে আন্দোলনরত ছাত্রদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখুন। প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া থেমে নেই। সময়মতোই প্রজ্ঞাপন জারি করা হবে।’প্রধানমন্ত্রীর কথার ওপর ছাত্রদের বিশ্বাস রাখা উচিত ছিল-মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘এই ইস্যুতে ছাত্রদের আন্দোলনের হুমকি সমীচিন নয়।’এছাড়া ছাত্রদের এ আন্দোলনের প্রতি সরকারের সহানুভূতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর সরকারি চাকরি থেকে কোটা পদ্ধতি বাতিলের ঘোষণার এক মাস পার হয়ে গেলেও প্রজ্ঞাপন জারি না করে জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন প্রহসন করছে বলে গতকাল শনিবার অভিযোগ করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.