কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের শরিফুন্নেছা মিকি নৌকা প্রতীকে বিজয়ী

ঝিনাইদহ প্রতিনিধিঃ ৫ম ধাপে অনুষ্ঠিত ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক বিজয়ী হয়েছেন।
মুলত, এ উপজেলায় বিএনপি’র প্রার্থীদের সাথে আওয়ামী লীগের প্রতিদ্বন্দিতা ছিলো। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে সর্বশেষ ফলাফল জানা গেছে, কোটচাঁদপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮ হাজার ৮’শ ৮২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৫৩টি। এ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী শরিফুন্নেছা মিকি, পেয়েছে ২৪৪৩০ ভোট বিএনপি’র প্রার্থী আব্দুর রাজ্জাক, ৩৫৫২ স্বতন্ত্র প্রার্থী খায়রুল হোসেন সাথী ১০০১।
ভাইস চেয়ারম্যান পদে নিমাই চন্দ্র দে চশমা মার্কা ৬৪৮২, আব্দুল করিম টিউবওয়েল মার্কা ৩৪২৫, কামাল হাওলাদার তালা মার্কা ১৩৭৬, রিয়াজ হোসেন মাইক মার্কা ৭৭৬৪ , রেজাউল ইসলাম রেজা টিয়া পাখি মার্কা ৬৬৭১, বিএনপির ভাইস চেয়ারম্যান প্রার্থী  রোস্তম আলী বৈদ্যুতিক বাল্ব মার্কা ২৩১৭ ও শরিফুল ইসলাম উড়োজাহাজ মার্কা ৯৫৪ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে  পিংকী খাতুন কলস মার্কা ১২৮৮০ ভোট ও রুবিনা খাতুন  ফুটবল মার্কা ১২১৩৯, বিএনপির মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাসিমা ইসলাম হাঁস মার্কা ৩৯৪৩ ভোট, প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ দিকে নির্বাচন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোটচাঁদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছাঃ শরিফুন্নেছা (মিকি) পুরুষ ভাইস চেয়ারম্যান ফারুক হোসেন (রিয়াজ) মহিলা ভাইস চেয়ারম্যান (পিংকী খাতুন)।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝিনাইদহ প্রতিনিধি মো: আনোয়ার জাহিদ জামান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.