লালপুরে অপহরন কারীকে না পেয়ে বাবা মাকে কোর্টে চালান 

পাবনা প্রতিনিধি:  লালপুরে সংখ্যালঘু পরিবারের কন্যা ইতি রানি দাস( ১৪) কে অপহরনের আজ ১৯ দিনে একই গ্রামের নজরুল ইসলাম স্ত্রী বুলু বেগম কে পুলিশ নাটোর কোর্টে চালান দিয়েছে।

জানা গেছে গত ২৬ শে সেপ্টেম্বর লালপুরের লক্ষিপুর গ্রামের আনন্দ হালদারের ৯ম শ্রেনী পড়ুয়া কন্যা কে একই গ্রামের নজরুল ইসলামের পুত্র রনি (২৪) ও তার সহযোগিদের সহায়তায় অপহরন করে নিয়ে যায়। ঐ দিন রাতেই সহযোগী ২ জন মো: খোকন পিতা আইনুল হক ও খালেক পিতা খলিল কে থানায় আটক করলেও তাদের কে ২ দিন পরে ছেড়ে দেয়।

এ বিষয় বিটিসি নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হলে আজ অপহরন কারী রনি’র বাবা ও মাকে নাটোর কোর্টে চালান দিয়েছে বলে জানান ঐ গ্রামের ভোলা।

এ বিষয় থানার সেকেন্ড অফিসার জাহাঙ্গীর সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করলে তিনি ফোন রিছিভ করেন না।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পাবনা প্রতিনিধি মো: ময়নুল ইসলাম লাহিড়ী মিন্টু। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.