কোটচাঁদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা ও কাউন্সিলের মাধ্যমে সকল ইউনিয়ন নির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে ৭ই নভেম্বর তারিখটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বা মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস হিসাবে পালন করা হয়। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহী ও জনতার বিপ্লব এর স্মরণে এই দিবসটি পালিত হয়।
উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আমিরুজ্জামান খাঁন শিমুল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহঃ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিজানুর রহমান খাঁন লাভলু সদস্য সচিব উপজেলা বি এন পি, আছিরউদ্দিন যুগ্ন আহবায়ক  উপজেলা বিএনপি, তমিজ উদ্দিন, যুগ্ন আহবায়ক  উপজেলা বিএনপি, আনিসুর রহমান, আজিজুর রহমান ফুটু, হাসান সাঈদ, আবুবক্কর বিশ্বাস, সদস্য জেলা আহ্বায়ক কমিটি, মোহাম্মদ আলী সাবেক উপজেলা যুবদল সভাপতি, নবনির্বাচিত দোড়া ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান শান্টু, ইকরামুল হক এলাঙ্গী ইউনিয়ন সভাপতি, মোস্তাফা শাহিদ সভাপতি ৩নং কুশনা ইউনিয়ন, আশরাফ আলি সভাপতি ৪নং বলুহর ইউনিয়ন, ফরিদ আহম্মদ সভাপতি ১নং সাফদারপুর ইউনিয়ন, লিয়াকত আলি সাধারণ সম্পাদক কুশনা ইউনিয়ন, মনিরুজ্জামান খোকা সাধারণ সম্পাদক এলাঙ্গী ইউনিয়ন, আব্দুল হামিদ খাঁন বাবুল সাধারণ সম্পাদক সাফদারপুর ইউনিয়ন, সিদ্দিকুর রহমান সাধারণ সম্পাদক দোড়া ইউনিয়ন, মফিজুর রহমান সাধারণ সম্পাদক বলুহর ইউনিয়ন, আশরাফুজ্জামান খাঁন মুকুল সহঃ সাধারণ সম্পাদক জেলা যুবদল এবং সকল ইউনিয়নে নির্বাচিত সাংগঠনিক সম্পাদকবৃন্দ, আব্দুস সামাদ মুকুল আহ্বায়ক উপজেলা ছাত্রদল, এছাড়াও উপস্থিত ছিলেন বি এন পি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মাহফুজুল আলম মামুন সাবেক সাংগঠনিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রদল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝিনাইদহ প্রতিনিধি মো: আনোয়ার জাহিদ জামান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.