কোচ জিনেদিন জিদানের ২০০তম ম্যাচ স্মরণীয় করে রাখলো রিয়াল

ছবি: সংগৃহীত

বিটিসি স্পোর্টস ডেস্ক: করোনা পরবর্তী ফুটবলে প্রথমবারের মতো মাঠে নেমেই বাজিমাত রিয়াল মাদ্রিদের। লা লিগার ম্যাচে এইবারের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা। এই জয়ে কোচ হিসেবে নিজের ২০০তম ম্যাচ স্মরণীয় করে রাখলেন জিনেদিন জিদান।

গতকাল রবিবার (১৪ জুন) রাতে স্প‌্যানিশ লিগের এই ম্যাচে রিয়ালের হয়ে একটি করে গোল করেছেন টনি ক্রুজ, সার্জিও রামোস ও মার্সেলো। অন্যদিকে এইবারের হয়ে একমাত্র গোলটি করেন পেড্রো বিগাস।

জিদানের আগে মাদ্রিদের ডাগআউটে দুইশ’র বেশী ম্যাচে দায়িত্ব পালন করেছেন দুইজন। ৬০৫ ম্যাচে রিয়ালের দায়িত্বে ছিলেন মিগুয়েল মুনোজ।

এছাড়া ২৪৬ ম্যাচে ভিসেন্তে ডেল বস্কের অধীনে খেলেছে মাদ্রিদের দলটি।রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে সংস্করণের কাজ চলছে। তাই অনুশীলনের মাঠ আলফ্রেড ডি স্টেফানোতে খেলতে নেমেছিল জিদানের দল।

প্রথমবারের মতো এই মাঠে অফিসিয়াল কোনও ম্যাচে খেলতে নেমেই জয় নিয়ে মাঠ ছেড়েছে সার্জিও রামোসরা।

এই জয়ে ২৮ ম্যাচ খেলে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল রিয়াল মাদ্রিদ। সমান সংখ্যক ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.