কোটা পদ্ধতিই বাতিল: প্রধানমন্ত্রী

 

বিটিসি নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। যথেষ্ট আন্দোলন হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা আরো বলেন, ‘ঢাবির ভিসির ভবন যারা ভাঙচুর করেছে, লুটপাট করেছেন, ছাত্রদেরই সেগুলো খুঁজে বের করে দিতে হবে। আমরা গোয়েন্দা সংস্থা নামিয়েছি; তারা খুঁজে বের করবে।’

কোটা থাকলেই ঝামেলা। সুতরাং কোনও কোটারই দরকার নেই।’ বক্তব্যের শেষে তিনি বেলন, ‘কোটা পদ্ধতিই বাদ, এটাই আমার পরিষ্কার কথা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বলেছেন, কোটা পদ্ধতি থাকারই দরকার নেই। কোটা পদ্ধতি বাতিল। আজকের সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন নিয়ে বক্তব্য রাখেন। আন্দোলনকারীদের সমালোচনা করে তিনি বলেন, ‘কোটা নিয়ে যখন এতকিছু, তখন কোটাই থাকবে না। কোনও কোটারই দরকার নেই।’ তিনি আরো বলেন, ‘কোটা থাকলেই সংস্কারের প্রশ্ন আসবে। এখন সংস্কার করলে আগামীতে আরেক দল আবারও সংস্কারের কথা বলবে। #

 

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.