রাবিতে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু

 

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী-২০১৮ শুরু হয়েছে। বুধবার বেলা ১১টায় চারুকলা চত্বরের মুক্তমঞ্চে ছয় দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।


এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও ছাত্র-উপদেষ্টা প্রফেসর জান্নাতুল ফেরদৌস। প্রদর্শনীর আহ্বায়ক ও বিভাগের সভাপতি প্রফেসর এস এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রফেসর বিলকিস বেগম। পরিচালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক এএইচএম তাহমিদুর রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে অংশগ্রহণকারী নয়টি ক্যাটাগরির কৃতি শিক্ষার্র্থীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। পরে অতিথিবৃন্দ প্রদর্শনী ঘুরে দেখেন। প্রদর্শনীতে প্রায় ২৫০টি বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.