কেসিসি নির্বাচনী সভায় খালেক সিটি নির্বাচনে শেখ হাসিনার প্রত্যাশিত ফল আনতে হবে

 

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এমপি বলেছেন, ছাত্রলীগ ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক সংগঠন। এই সংগঠনের যেমন আছে ইতিহাস তেমনি আছে ঐতিহ্য। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন এবং পরবর্তীতে স্বৈরাচার সহ বিভিন্ন গণআন্দোলনে ছাত্রলীলের ভূমিকাই ছিলো সর্বাগ্রে। ৭০-এর সাধারণ নির্বাচনে ছাত্রলীগের ভূমিকার কারনেই আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জিত হয়েছিলো। সকল নির্বাচনেই ছাত্রলীগ তাদের ভূমিকা রেখে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাঙালি জাতীয়তা, গণতন্ত্র রক্ষা করেছে। তিনি আরো বলেন, আজ ছাত্রলীগসহ আমাদের সকলের সামনে সেই কঠিন সময় এসেছে। এসময়ে অতীতের মত শক্তহাতে ঐক্যবদ্ধ হয়ে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীককে বিজয়ী করে আনতে হবে। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এ নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। ফলে সিটি কর্পোরেশন নির্বাচনে শেখ হাসিনার নির্দেশিত নৌকা প্রতীককে বিজয়ী করে আনতে হবে।
শনিবার বিকেল সাড়ে ৫টায় খুলনা মহানগর ছাত্রলীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর ছাত্রলীগ সভাপতি ও কেন্দ্রিয় সহ-সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন বাচ্চু, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, এ্যাড. মো. সাইফুল ইসলাম, শফিকুর রহমান পলাশ। এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রনেতা মশিউর রহমান সুমন, মেহেদী হাসান রাসেল, রুমেন রায়হান, নগর ছাত্রলীগ নেতা সোহেল বিশ্বাস, তাজমুল হক তাজু, আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হিরা, সাইফুল ইসলাম মানিক, ঝলক বিশ্বাস, সোহান হোসেন শাওন, মাহমুদুর রহমান রাজেশ, তরিকুল ইসলাম তুফান, আসাদুজ্জামান সানি, দিবাকর সাহা, সাইফুজ্জামান সাগর, জহির আব্বাস, এস এম রাজু হোসেন, জোয়েব সিদ্দিকী, মশিউর রহমান বাদশা, রাকিব মোড়ল, জনি বসু, মোঃ রাশেদুল ইসলাম, আশানুর ইসলাম, নিশাত ফেরদৌস অনি, রুমান আহমেদ, আতিকুর রহমান সোহাগ, এস এম সাঈদুজ্জামান, সাইফুল্লাহ মানসুর, শেখ রায়হান হাসান, এস এম ওমর ফারুখ, মোঃ মিরাজুল ইসলাম, চয়ন বালা, রেজওয়ান মোড়ল, বায়জিদ সিনা, জাহিদুর রহমান জাহিদ, মোঃ সুমন শেখ, অমৃত সরকার, অনিন্দ সুন্দর, রহমত সরদার, আবু হামজা অনিক, তমাল দোবে উচ্ছাস, মোঃ সোহেল শেখ, উৎপল কুমার ঘোষ প্রমুখ।
এর আগে তিনি সকালে বিএমএ ভবনে শিক্ষকদের সাথে, দলীয় কার্যালয়ে শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ২২ নং ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডে মতবিনিময় করেন।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.