নিজস্ব প্রতিবেদক, খুলনা : কেসিসি নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল করতে নির্বাচনে বিজয়ের কোন বিকল্প নেই। মনে রাখতে হবে, কারাগারে বন্দী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। পরিবারের সদস্য ও দলের শীর্ষ নেতারা অনুমতি নিয়ে কারাগারে গিয়েও তার দেখা পাননি। দেশনেত্রীকে মুক্ত করতে হলে কেসিসি নির্বাচনের এই চ্যালেঞ্জকে সর্বশক্তি দিয়ে মোকাবেলা করতে হবে।
শনিবার ১৮ ও ১৯ নং ওয়ার্ড বিএনপির পৃথক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় নজরুল ইসলাম মঞ্জু এসব কথা বলেন।
বিকেল ৬টায় ইসলামাবাদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ১৯ নং ওয়ার্ড বিএনপির সভায় সভাপতিত্ব করেন আকরাম হোসেন। সভা পরিচালনা করেন রবিউল ইসলাম রবি। সন্ধ্যা সাড়ে ৭টায় নবপল্লী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ১৮ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভায় সভাপতিত্ব করেন হাফিজুর রহমান মনি। সভা পরিচালনা করেন আব্দুল আলিম।
সভা দুটিতে উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, ফখরুল আলম, আবু হোসেন বাবু, আসাদুজ্জামান মুরাদ, আজিজুল হাসান দুলু, ইকবাল হোসেন খোকন, এ্যাড. তছলিমা খাতুন ছন্দা, একরামুল হক হেলাল, মাহবুব হাসান পিয়ারু, শরিফুল ইসলাম বাবু, হেলাল আহমেদ সুমন, হাসনা হেনা, শরিফুল ইসলাম নিপুন, নাহিদ আল মামুন, ইমরান হোসেন, শামসুন নাহার লিপি, মিজানুর রহমান বাবু, আলমগীর হোসেন, এ্যাড. মুজিবর রহমান, মুন্সি জাকির হোসেন, শাহনাজ পারভীন লিপি, আজাদ শাহীন প্রমুখ।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.