কেসিসির আন্দোলনরত ১২০ জন বহিরাগত পরিচ্ছন্নতা কর্মী পাচ্ছেন তিন মাসের বেতন

খুলনা ব্যুরো: পাঁচ মাস ধরে বেতন না পাওয়া খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) আন্দোলনরত ১২০ জন  বহিরাগত পরিচ্ছন্নতা কর্মী ঈদের আগে তিন মাসের বেতন পেতে যাচ্ছেন।

এ সকল পরিচ্ছন্নতা কর্মীরা গত মঙ্গলবার ও বুধবার (১৪ জুলাই) পাঁচ মাস ধরে বেতন বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও খুলনা প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে বহিরাগত শ্রমিকদের সুপারভাইজার হাফিজুল ইসলাম বলেন কর্তৃপক্ষ আলোচনা সাপেক্ষে তাদের তিন মাসের মজুরি পরিশোধের সিদ্ধান্ত নেয়।
এ সংক্রান্ত একটি ফাইলে স্বাক্ষরের জন্য আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) ঢাকায় পাঠানো হবে।
কেসিসির মেয়র তালুকদার আবদুল খালেক অসুস্থ অবস্থায় ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। তিনি এ ফাইলে স্বাক্ষর করলেই শ্রমিকদের মজুরি দিতে আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.