কেইনের জোড়া গোলে বুন্দেসলিগায় শীর্ষে ফিরল বায়ার্ন

বিটিসি স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেইন টটেনহামে থাকার সময়ই প্রমাণ করেছিলেন যে তার মতো গোল স্কোরার প্রিমিয়ার লিগ সহজে পাচ্ছে না। গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলা ইংলিশ এই স্ট্রাইকার প্রিমিয়ার লিগ ছেড়ে বুন্দেসলিগায় থিতু হয়েছেন। লিগ বদলালেও হ্যারি কেইন কিন্তু বদলাননি। বদলায়নি তার গোল করার ধারাও। বুন্দেসলিগায় হেইডেনহেইমের বিপক্ষে এবার জোড়া গোল করলেন কেইন।
তার জোড়া গোলে বায়ার্ন জিতেছে ৪-২ ব্যবধানে। এই জয়ে বুন্দেসলিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে বায়ার্ন এবং এর মধ্য দিয়ে কেইন ভাঙলেন বুন্দেসলিগার গোলের একটি রেকর্ডও।
টটেনহাম থেকে এ মৌসুমে বায়ার্ন মিউনিখে আসা কেইন শুরু থেকেই আছেন দারুণ ছন্দে। ম্যাচের পর ম্যাচে গোলও করে যাচ্ছেন তিনি। গতকাল জোড়া গোল করার আগে সর্বশেষ দুই ম্যাচে করেছিলেন হ্যাটট্রিক যার একটি আবার বুরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।
সব মিলিয়ে ১১ লিগ ম্যাচে তার গোল সংখ্যা এখন ১৭, যা কি না ১১ ম্যাচ শেষে বুন্দেসলিগার ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ২০১৯ সালে ১১ ম্যাচে ১৬ গোল করেছিলেন রবার্ট লেভানডফস্কি। এবার লেভার সেই রেকর্ডকে ছাড়িয়ে গেলেন ইংলিশ অধিনায়ক।
বাভারিয়ানদের ৪-২ গোলের জয়ে কেইনের জোড়া গোলের পাশাপাশি একটি করে গোল করেছেন রাফায়েল গুয়েরেইরো ও চোপো মটিং। হেইদেনহেমের হয়ে একটি করে গোল করেছেন টিম ক্লেইনডেনস্ট ও নিকলাস বেস্তে।
আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার (১১ নভেম্বরের) রাতের ম্যাচে হ্যারি কেইনের গোলে ১৪ মিনিটের মাথায় এগিয়ে যায় বায়ার্ন। কেইনের গোলে অ্যাসিস্ট করেন লিরয় সানে। প্রথমার্ধেই জোড়া গোল পূর্ণ করে ফেলেন কেইন। দ্বিতীয় গোলেও তাকে বলের জোগানদাতা সানে।
প্রথমার্ধে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বায়ার্ন মিউনিখ। তবে দ্বিতীয়ার্ধে বায়ার্নকে চমকে দিয়ে ৩ মিনিটে ২ গোল করে ম্যাচে সমতা ফেরে হেইডেনহেইম। পরপর দুই গোল খেয়ে যেন নতুন করে জেগে উঠে বায়ার্ন। ৭২ মিনিটে বাভারিয়ান পরাশক্তিদের এগিয়ে দেন রাফায়েল গেরেরো। আর ৮৫ মিনিটে চতুর্থ গোলটি করেন চুপো-মোতিং। আর শেষ পর্যন্ত বায়ার্ন পায় ৪-২ গোলের জয়।
এ জয়ের ফলে ১১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে বায়ার্ন মিউনিখ। এক ম্যাচ কম খেলা বায়ার লেভারকুসেন ২৮ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের দুই নম্বরে। হেইদেনহেম ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আছে তালিকার ১৩ নম্বরে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.