কৃষক আন্দোলনকারীদের ‘পরজীবী’ বললেন মোদি

(কৃষক আন্দোলনকারীদের ‘পরজীবী’ বললেন মোদি–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতে কৃষি আইন বাতিলের দাবীতে বিক্ষোভ চলমান রয়েছে। এরেই মধ্যে আন্দোলনকারী কৃষকদের ‘পরজীবী’ বলে কটাক্ষ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া আন্দোলনকারীদের ‘ছুড়ে ফেলতে হবে’ বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, আজ সোমবার (০৮ ফেব্রুয়ারী) ভারতের জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের জবাবে ধন্যবাদ দেওয়ার সময় কৃষক আন্দোলন নিয়ে মোদি এসব কথা বলেন।
আন্দোলনকারী কৃষক ও তাদের সমর্থকদের উদ্দেশে মোদি বলেন, ‘আমরা শ্রমজীবী শব্দটা শুনেছি। কিন্তু এখন একটা নতুন প্রবণতা এসেছে ‘আন্দোলনজীবী’। এই আন্দোলনজীবীদের থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে হবে। দেশকে বাঁচাতে হবে। এই আন্দোলনজীবীদের চিহ্নিত করতে হবে। কারণ এরাই দেশের অগ্রগতির পথে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই আন্দোলনজীবীরাই দেশের পরজীবী। এই পরজীবীদের তুলে ছুড়ে ফেলে দিতে হবে।’

এ সময় মোদি আরও বলেন, পরিবর্তন আনা জরুরী। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আগানোও প্রয়োজন। কিন্তু সেই অগ্রগতির পথে আজ বাধা সৃষ্টি করা হচ্ছে। তিনি আরও বলেন, আন্দোলন হতেই পারে। কিন্তু এর পাশাপাশি কৃষকদেরও বোঝানো উচিত যে দেশের অগ্রগতির জন্য পরিবর্তন আনা জরুরী। কিন্তু তা না করে বিষয়টি নিয়ে রাজনীতি করা হচ্ছে।

উল্লেখ্য, গত বছর নতুন পাস হওয়া তিনটি কৃষি আইন বাতিলের দাবীতে নভেম্বর থেকে আন্দোলন করছেন ভারতের কৃষকরা। আন্দোলনের অংশ হিসেবে গত শনিবার দেশের প্রায় সব প্রদেশের প্রধান মহাসড়কগুলোতে ট্রাক্টর ও ট্রাক রেখে অবরোধ তৈরী করেন তারা। এদিন ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত বলেছেন, নতুন পাস হওয়া কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত কৃষকরা ঘরে ফিরবে না। (সূত্র: আনন্দ বাজার)। #

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.