কুড়িগ্রাম নাগেশ্বরীতে মাটির নিচ থেকে পরিত্যক্ত থ্রি নট থ্রি রাইফেলের ১১৫ রাউন্ড গুলি উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি: আজ সোমবার দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের  ছিলাখানা ধনীরপাড় গ্রামের মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় থ্রি নট থ্রি রাইফেলের ১১৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা বিটিসি নিউজকে জানান , ছিলাখানা ধনীরপাড় গ্রামের মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের ছোট ভাই মাহবুব উদ্দিনের বাড়িতে নতুন সেফটি ট্যাংকের জন্য মাটিতে গর্ত খুঁড়ছিলেন কয়েকজন শ্রমিক।

এসময় ১০ ফুট গভীরে কোদালের কোপে একটি মাটির হাড়ি ভেঙে গুলি বেড়িয়ে আসে। পরে থানায় খবর দিলে হাড়ির ভেতর থেকে থ্রি নট থ্রি রাইফেলের পরিত্যক্ত ১১৫ রাউন্ড গুলি ঘটনাস্থল থেকে জব্দ করে পুলিশ।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন দাস বিটিসি নিউজকে বলেন, দীর্ঘদিন ধরে মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় থাকায় গুলিগুলোর কার্যক্ষমতা নষ্ট হয়ে গেছে।

ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধ কিংবা পরবর্তী সময়ে গুলিগুলো মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.