কুড়িগ্রামে সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী নিহত


কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়নপুর ইউনিয়নের পাখিউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে ছবিল উদ্দিন (৩৬) নামে এক বাংলাদেশী নিহত হয়েছে।

বিষয়টি বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করেছেন নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার অফিসার ইন চার্জ (ওসি) মামুন অর রশীদ।

আজ বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) রাত ২টার দিকে এ গুলির ঘটনা ঘটে। পুলিশ জানায়, ছবিল উদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিহত ছবিল উদ্দিন পাখিউড়া এলাকার মুসা আলীর ছেলে বলে জানা গেছে।

এব্যাপারে বিজিবি কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল জামাল হোসেন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, সীমান্তে একজনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। তবে বিএসএফ’র গুলিতে ওই ব্যাক্তি মারা গেছেন কী না তা নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে বিএসএফ’র সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

পুলিশ ও এলাকাবাসী বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানায়, নারায়নপুর ইউনিয়নের পাখি উড়া সীমান্ত পথে ভারত থেকে গরু আনতে গেলে ওই সীমান্তে দায়িত্বরত বিএসএফ সদস্য ছবিলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পেটে গুলিবিদ্ধ হলে সেখানেই তার মৃত্যু হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.