কুমিল্লা বন বিভাগ কর্তৃক গাড়িসহ চোরাই আটক!

কুমিল্লা ব্যুরো: কুমিল্লা সামাজিক বন বিভাগ শুয়াগাজী ফরেষ্ট চেক ষ্টেশন কর্তৃক গত রবিবার রাতে চোরাই কাঠসহ কার্ভাড ভ্যান আটক করেছেন। কার্ভাড ভ্যান নং: ঢাকা মেট্টো-ড-১৪-৩৭৯৮

বন বিভাগ কুমিল্লা সূত্রে জানা যায়- গতকাল রবিবার রাতে শুয়াগাজী ফরেষ্ট চেক ষ্টেশন কর্মকর্তা তোশারফ হোসেন কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা নুরুল করিম মহোদয়ের নির্দেশনায় চোরা কাঠসহ বহনকারী কার্ভাড ভ্যান আটক করে থাকেন।

এবিষয়ে শুয়াগাজী ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা তোশারফ হোসেনের সাথে কথা বললে তিনি বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান- আমার সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল রবিবার রাতে ষ্টেশন এলাকায় গাড়ি চেক করার সময় চট্টগ্রাম হতে আসা অজ্ঞাত কার্ভাড ভ্যানকে দাঁড়ানোর জন্য সিগনাল দিলে ড্রাইভার গাড়ি না থামিয়ে সে দ্রুত গতিতে গাড়ি নিয়ে ঢাকা অভিমুখী চলে যায়।

পরবর্তীতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাধীন ধনাইতরী এলাকায় চোরাইকাঠ বহনকারী গাড়ি রেখে ড্রাইভার পালিয়ে যায়।

আটককৃত কাঠের পরিমান ২৭ টুকরা, যাহার মূল্য আনুমানিক দুই লক্ষ টাকা। এ ঘটনায় ১৯২৭ সনের বন আইনের ৪১ ধারা লঙ্ঘন করায় ৪২ ধারা মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইয়াছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুমিল্লা ব্যুরো আব্দুল্লাহ আল মানছুর। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.