কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কার প্রাপ্তদের শুভেচ্ছা ও অভিনন্দন এসপি নুরুল ইসলামের

বিশেষ প্রতিনিধি:  চট্টগ্রাম রেঞ্জ আয়োজিত মাসিক অপরাধ ও বিবিধ বিষয়ক রেঞ্জ সম্মেলনে আজ বুধবার ২০শে নভেম্বর ২০১৯ ইং সর্বমোট ২৮টি ক্যাটাগরিতে ১০টি পুরস্কার অর্জন করে কুমিল্লা জেলা পুলিশ।

উক্ত সভায় উপস্থিত ছিলেন মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত বীর মুক্তিযোদ্ধার সন্তান কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম।

পুরস্কারপ্রাপ্ত কুমিল্লা জেলা পুলিশের নিম্নোক্ত কর্মকর্তার বৃন্দরা হলেন যথাক্রমে,

১। শ্রেষ্ঠ ট্রাফিক ইউনিট ১ম স্থান অর্জন করে কুমিল্লা জেলা ট্রাফিক। ২। শ্রেষ্ঠ কোর্ট পুলিশ পরিদর্শক জনাব সালাউদ্দিন আল মাহমুদ। ৩। শ্রেষ্ঠ ডিবি ইউনিট ১ম জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লা। ৪। শ্রেষ্ঠ ডিবি অফিসার দ্বিতীয় স্থান অর্জন করেন এসআই নিঃ মোঃ কামাল হোসেন,জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লা। ৫। শ্রেষ্ঠ এসআই মোঃ শাহাবুল আলম এসআই নিঃ, কোতয়ালী মডেল থানা। ৬। শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার মোঃ সহিদার রহমান। ৭। নন্দ চন্দ্র সরকার এসআই নিঃ জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লা। ৮। শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার এসআই নিরস্ত্র জনাব খালেকুজ্জামান, কোতোয়ালি মডেল থানা, কুমিল্লা। ৯। শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার প্রথম স্থান অর্জন করে এসআই সাইদুর রহমান নিঃ, জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লা।  ১০। শ্রেষ্ঠ এএসআই দ্বিতীয় স্থান অর্জন করে এএসআই নিঃ ইসমাইল হোসেন, চান্দিনা থানা।

পুরস্কার প্রাপ্ত সকল অফিসারদেরকে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.