কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির ৫ নেতা আটক

 

কুমিল্লা প্রতিনিধি:  আজ বৃহস্পতিবার ভোরে কুমিল্লার উপজেলার গৌরীপুর ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে দাউদকান্দি উপজেলায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ পাঁচ নেতাকে আটক করেছে পুলিশ।

আটক বিএনপি নেতারা হলেন,গৌরীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এইচ মোহন, যুগ্ম-সম্পাদক আমীর আলম, গৌরীপুর ইউনিয়ন যুবদল সভাপতি আব্দুল মতিন, ক্রীড়া সম্পাদক মাসুদ ওরফে বাঘা মাসুদ ও মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিটিসি নিউজকে বলেন, দাউদকান্দি উপজেলার গৌরীপুর ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বিস্তারিত পরে জানাবো।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.