কুমিল্লার আল আমিন দেশকে দ্বিতীয় স্বর্ণপদক উপহার দিলেন

বিটিসি স্পোর্টস ডেস্ক: ‘দক্ষিণ এশিয়ান‘ গেমসের ১৩তম আসরে বাংলাদেশকে দ্বিতীয় স্বর্ণপদক উপহার দিয়েছেন কুমিল্লার মোহাম্মদ আল আমিন । আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) আসরের তৃতীয় দিনে বাংলাদেশের হয়ে কারাতে ডিসিপ্লিনে পুরুষ বিভাগে ঊর্ধ্ব-৬০ কেজি শ্রেণিতে পাকিস্তানের প্রতিযোগীকে হারিয়ে সোনালি সাফল্য পেয়েছেন আল আমিন।

এর আগে গতকাল সোমবার আসরের দ্বিতীয় দিন বাংলাদেশকে প্রথম স্বর্ণ উপহার দেন দীপু চাকমা। তায়কোয়ান্দো ডিসিপ্লিনে ছেলেদের একক পুমসায় ঊর্ধ্ব-২৯ শ্রেণিতে ভারতের প্রতিযোগীকে হারিয়ে দেশের মুখ উজ্জ্বল করেন রাঙামাটির দীপু।

সেই সঙ্গে স্বর্ণের তালিকায়ও নাম উঠে যায় বাংলাদেশের । দীপু – আল আমিন দু‘জনে মিলে দু‘টি স্বর্ণপদক উপহার দিলেন দেশকে

আজ আল আমিন কারাতে ডিসিপ্লিনে স্বর্ণ জিতলেও গেমসের দ্বিতীয় দিনে কারাতের দুটি ইভেন্টে স্বর্ণের লড়াইয়ে হেরে যান বাংলাদেশের কারাতেরা। ফলে বাংলাদেশ পায় দুটি রৌপ্য। মোস্তাফা কামাল পুরুষ একক কুমি অনূর্ধ্ব-৫৫ কেজিতে ও মেয়েদের একক কুমি অনূর্ধ্ব-৫৫ কেজিতে মাউনজেরা বর্ণা রৌপ্যপদক পান।

এর আগে মেয়েদের একক কাতা ইভেন্ট থেকে দেশকে প্রথম পদক (ব্রোঞ্জ) এনে দেন হোমায়রা আক্তার অন্তরা। ছেলেদের একক কাতায় ব্রোঞ্জ জেতেন হাসান খান সান।

ছেলে ও মেয়েদের দলীয় কাতার থেকেও ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ। পুরুষ অনূর্ধ্ব-৮৪ কেজি কুমিতে মোহাম্মদ রমজান, +৮৪ কেজিতে আতিকুর রহমান, মেয়েদের অনূর্ধ্ব-৫০ কেজিতে ফাহমিদা আক্তার ব্রোঞ্জ পেয়েছেন।

সবমিলিয়ে এবার আসরে বাংলাদেশের পদক সংখ্যা এখন ১৭। এর মধ্যে স্বর্ণ দুটি, রৌপ্য দুটি এবং ব্রোঞ্জ ১৩টি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.