কী বার্তা মনোনয়ন প্রত্যাশীদের দিলেন প্রধানমন্ত্রী

 

ঢাকা প্রতিনিধিআজ বুধবার সকালে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নেতারা গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা বলেন, মনোনয়ন যাকেই দেয়া হোক না কেন- নৌকার পক্ষে কাজ করতে হবে।

এ সময় নৌকা মার্কা প্রত্যাশী নেতারা বলেন, দলীয় প্রধানের নির্দেশনার বাইরে যাবেন না তারা। পরে ধানমন্ডিতে ওবায়দুল কাদের জানান, কেন্দ্রের নির্দেশনা না মানলে আজীবন বহিষ্কার করা হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে অংশ নিতে ৩০০ আসনে এবার মনোনয়ন ফরম তুলেছেন দেশের চার হাজারেরও বেশি নেতা।

আজ বুধবার সকাল থেকেই মনোনয়ন প্রত্যাশী নেতারা ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকারের জন্য উপস্থিত হওয়ার কথা থাকলেও জনসমাগম বেড়ে যাওয়ায়, শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে নেতাকর্মীরা ভিড় করেন গণভবনে।

এদিকে গণভবনের আনুষ্ঠানিকতা শেষে ধানমণ্ডিতে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ধানমন্ডিতে স্থান সংকুলান হয় নি তাই- আয়োজন হয়েছে গণভবনে।কেন্দ্রের নির্দেশনা না মেনে ভোটের মাঠে কেউ বিরোধিতা করলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে তাদের।

তিনি বলেন, ৪ হাজার মনোনয়ন প্রার্থীর এখানে জায়গা দেয়া সম্ভব না। এজন্য আমরা তাদেরকে গণভবনে স্থানান্তর করেছি। নেত্রী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, উপজেলার চেয়ারম্যান, মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যান তারা একাদশ নির্বাচনে মনোনয়ন চাইবে না। আমরা তাদেরকে দেব না।

এছাড়া নির্বাচনে আওয়ামী লীগ শরিক দলগুলোর জন্য ৭০ টির বেশি আসন ছাড়বে না বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।
এ বিষয়ে তিনি বলেন, আমরা ৬৫-৭০টির বেশি আসন ছাড়বো না।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.