পাকিস্তানে আসিয়ার রায়ের বিরুদ্ধে বিক্ষোভ, গ্রেপ্তার ১৮০০

 

বিটিসি নিউজ ডেস্ক: ধর্ম অবমাননায় মৃত্যুদণ্ড থেকে আসিয়া বিবিকে রেহাই দেয়ার বিরুদ্ধে চলমান বিক্ষোভে পাকিস্তানে অন্তত আঠারোশ জন গ্রেপ্তার হয়েছে। ভাঙচুর, সহিংসতা আর হামলায় জড়িত থাকার সন্দেহে আটক হয় তারা।

সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটককৃতরা সন্ত্রাসবাদ বিরোধী আইনের আওতায় রয়েছে। ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানের সর্বোচ্চ আদালত আসিয়া বিবিকে খালাস দেয়ার পরই বিক্ষোভ শুরু করে দেশটির উগ্রবাদীরা। এদিকে, প্রাণনাশের শঙ্কায় কারাগারের ভেতরেই থাকতে হচ্ছে আসিয়াকে। সেখানে আসিয়ার নিরাপত্তা নিশ্চিত করেছে দেশটির গোয়েন্দা বিভাগ ও সেনাবাহিনী। সিসিটিভি ক্যামেরার সাহায্যে নজরদারি চলছে আসিয়ার সেবায় নিয়োজিত কারারক্ষীদের ওপরেও।

এর আগে পাকিস্তানে নিরাপত্তার শঙ্কায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং কানাডার কাছে আশ্রয় প্রার্থনা করেন আসিয়া বিবির স্বামী আশিক মাশিহ। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.