BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কিয়েভে জ্বালানি ও সামরিক স্থাপনায় রাশিয়ার হামলায় ৬ লাখ মানুষ বিদ্যুৎহীন

কিয়েভে জ্বালানি ও সামরিক স্থাপনায় রাশিয়ার হামলায় ৬ লাখ মানুষ বিদ্যুৎহীন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাতভর জ্বালানি ও সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং আরও ৩৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। কিয়েভের মেয়র ভিতালি ক্লিস্কো বলেছেন, শহরের পশ্চিমাঞ্চল বর্তমানে প্রায় ছয় লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

প্রতিবেদন মতে, পাল্টা ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনও। রাশিয়া এই হামলার কথা স্বীকার করে জানিয়েছে, তারা ক্রিমিয়া উপদ্বীপ, আজভ সাগর ও আরও কিছু অঞ্চলে ১০০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে কিয়েভে ইউক্রেনের জ্বালানি স্থাপনা এবং সামরিক-শিল্প কমপ্লেক্স লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এক টেলিগ্রাম বার্তায় মন্ত্রণালয় দাবি করেছে, ‘কিয়েভে তাদের চালানো হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো সবগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং লক্ষ্য অর্জিত হয়েছে’।

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও ড্রোনের আঘাত এড়ানো যায়নি বলে জানিয়েছে কিয়েভ। কিয়েভের হামলার কিছু ফুটেজে ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন এবং গাড়ি দেখানো হয়েছে। কিয়েভ কর্তৃপক্ষ জানিয়েছে, তিন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ৩৭ জন আহত হয়েছেন, যার মধ্যে একটি শিশুও রয়েছে।

কিয়েভের মেয়র জানিয়েছেন, গত রাতের হামলার পর ইউক্রেনের রাজধানীতে প্রায় ৫ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং কিয়েভের পার্শ্ববর্তী অঞ্চলে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে আরও ১ লাখ মানুষ।

এদিকে ইউক্রেনের কুপিয়ান্সক শহর দখলে নেয়ার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও তার দাবি নাকচ করেছেন ইউক্রেনের সেনাপ্রধান। পাল্টা রাশিয়ার তেল শোধনাগার ও বিমানঘাঁটিতে হামলার দাবি করেছেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া রাতভর কিয়েভে প্রায় ৩৬টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ৬০০টি ড্রোন ছুঁড়েছে। শহরের জ্বালানি অবকাঠামো এবং আবাসিক ভবন উভয়কেই লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এর মধ্যেই ইউক্রেনের অভ্যন্তরে দেখা দিয়েছে রাজনৈতিক অস্থিতিশীলতা। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তার বাড়িতে দুর্নীতিবিরোধী সংস্থার অভিযানের কয়েক ঘণ্টা পরই তিনি এই সিদ্ধান্ত নেন বলে শুক্রবার এক বিবৃতিতে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জাতির উদ্দেশে ভাষণে জেলেনস্কি বলেন, প্রেসিডেন্টের কার্যালয় ঢেলে সাজানো হবে। একই সঙ্গে ঐক্যে ফাটল ধরতে দেয়া হবে না বলেও জানান তিনি। এমনকি ওয়াশিংটনের সঙ্গে আসন্ন শান্তি আলোচনায় সামরিক, গোয়েন্দা ও কূটনৈতিক শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন বলেও জানিয়েছেন জেলেনস্কি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অবসরের ঘোষণা দিলেন ৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তি হিলি ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে ভবিষ্যতের বাংলাদেশ : প্রধান উপদেষ্টা শিক্ষা শুধু চাকরির জন্য নয়, সৃজনশীল মানুষ গড়ার জন্যও : প্রধান উপদেষ্টা বাগেরহাটে যুবদলের আনন্দ মিছিল বাগেরহাটে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে আটক ইসলামপুরে যমুনার দূর্গম চরাঞ্চলের ভোটকেন্দ্র পরিদর্শনে জামালপুর পুলিশ সুপার কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তন চাইলে গণভোটে হ্যাঁ বলতে হবে – তথ্য ও সম্প্রচার সচিব সনদ জালিয়াতির অভিযোগে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তা চাকরিচ্যুত হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে পরিত্যক্ত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার