কিছু খাইয়ে দিয়ে যেন ভোট বাক্স লুঠ করতে না পারে

(কিছু খাইয়ে দিয়ে যেন ভোট বাক্স লুঠ করতে না পারে–ছবি: প্রতিনিধির)
কলকাতা প্রতিনিধি: অতীতে ইভিএম নিয়ে সংশয় প্রকাশ করেছে তৃণমূল সহ বিরোধী দলগুলি ৷ রাজ্যে বহিরাগত দুষ্কৃতীদের এনে ভোট লুঠের ষড়যন্ত্র হচ্ছে বলে খোদ রেলমন্ত্রীর বিরুদ্ধেও কিছুদিন আগে সরব হয়েছেন ৷ পূর্ব মেদিনীপুরের এগরার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আশঙ্কা প্রকাশ করে বললেন, দলীয় কর্মীদের কিছু খাইয়ে ইভিএম দখল করার চেষ্টা করা হতে পারে !
এ দিন এগরার সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘ইলেকশনের আগে বহিরাগতদের দিয়ে ভয় দেখাবে, বুথ দখলের চেষ্টা করবে৷ ভোট বাক্স একমাস পাহারা দিয়ে রাখতে হবে ৷ কিছু খাইয়ে দিয়ে যেন ভোট বাক্স লুঠ করতে না পারে ৷ কুড়ি পঁচিশজনের টিম রাখবেন ৷ যদি কেন্দ্রীয় বা রাজ্য পুলিশের কেউ বলে আপনারা চলে যান আমরা দেখে রাখব, মনে রাখবেন ওটা ওদের কাজ না আমাদের কাজ ৷’
কয়েকদিন আগে পুরুলিয়ায় প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, ট্রেনে করে রাজ্যে বহিরাগতদের নিয়ে এসে ভোট লুঠ করার ষড়যন্ত্র হচ্ছে ৷ খোদ রেলমন্ত্রী অফিসারদের ডেকে এই বহিরাগতদের থাকা খাওয়ার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন বলেও অভিযোগ করেন মমতা ৷ তার পর এ দিন তৃণমূলনেত্রী যে অভিযোগ তুললেন, তাও রীতিমতো চাঞ্চল্যকর ৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.