কিংস ইলেভান পাঞ্জাবকে ১৭৭ রানের টার্গেট দিল মুম্বাই ইন্ডিয়ানস

বিটিসি স্পোর্টস ডেস্কআজ শনিবার পাঞ্জাবের আইএস বৃন্দা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে মুম্বাই ইন্ডিয়ানসকে ব্যাটিংয়ে পাঠায় পাঞ্জাব। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে মুম্বাইয়ের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটের বিনিময়ে ১৭৬ রান।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ আসরের নবম ম্যাচে কিংস ইলেভান পাঞ্জাবকে ১৭৭ রানের টার্গেট দিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস।
এ সময় ১৩ ওভারে তিন উইকেট হারিয়ে দলের সংগ্রহ দাঁড়ায় ১২০ রানে। এরপর যুবরাজ সিং ফেরেন ২২ বলে ১৮ রান করেই। যুবরাজের পর হার্দিক পান্ডের ৩১ রানের ইনিংস ছাড়া কেউই উল্লেখযোগ্য রানের দেখা পাননি।

পরে কিয়েরন পোলার্ড ৭ ও ক্রুনাল পাণ্ডিয়া ১০ রানে সাজঘরে ফেরেন। ইনিংস শেষে মিচেল ম্যাকক্লেনাঘান ০ ও মায়াঙ্ক মারকাণ্ডে ০ রানে অপরাজিত থাকেন।

বল হাতে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে মোহম্মদ সামি, হার্ডাস বিলজোয়েন ও মুরুগান অশ্বিন দুইটি করে উইকেট পান। এছাড়াও অ্যান্ড্রু টাই একটি উইকেট তুলে নেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত:  ১৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমেছে কিংস ইলেভান পাঞ্জাব।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.