কাশ্মীরে নৌকাডুবে ৬ জনের মৃত্যু, নিখোঁজ-১০

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরের ঝিলাম নদী পার হতে গিয়ে নৌকা ডুবে ৪ শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রেয়েছেন আরও ১০ জন।
স্থানীয় কর্মকর্তার বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় আজ( ১৬ এপ্রিল) সকালের দিকে কাশ্মীরের শ্রীনগরের ঝিলাম নদী পার হতে গিয়ে নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে ২০ জন যাত্রী ছিল যাদের মধ্যে কয়েকজন শিশু ছিল যারা স্কুলে যাচ্ছিল।  
জীবিত এবং মৃত মিলে ১০ জনকে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। রাজ্যের দুর্যোগ ত্রাণ বাহিনী নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান শুরু করেছে।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, নৌকাটি নিয়ন্ত্রণ করতে দাঁড় ব্যবহার করা হলেও তীব্র স্রোতের কারণে তা কাজে আসেনি, ফলে নৌকাটি ভেসে যায়।
কাশ্মীরে টানা কয়েকদিনের বৃষ্টির কারণে ঝিলাম নদীর বর্তমানে টইটম্বুর অবস্থা। অতিরিক্ত বৃষ্টিতে পাহাড় ধ্বসে জম্মু-শ্রীনগর হাইওয়েও বন্ধ রেয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.