কাশ্মীরে গুলি করে নামানো হলো বিস্ফোরক ভর্তি হেক্সাকপ্টার

(কাশ্মীরে গুলি করে নামানো হলো বিস্ফোরক ভর্তি হেক্সাকপ্টার–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জম্মু ও কাশ্মীরের কানাচাক এলাকায় গুলি করে একটি হেক্সাকপ্টার ভূপাতিত করা হয়েছে। এতে ৫ কেজি বিস্ফোরক মিলেছে।
খবরে বলা হয়, জম্মু ও কাশ্মীরের কানাচাক এলাকায় এই হেক্সাকপ্টারটি ভারতের ৬ কিলোমিটার ভেতরে ঢুকে গিয়েছিল। ওই হেক্সাকপ্টার থেকে অন্তত ৫ কেজির মতো বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীরের পুলিশ।
পুলিশ জানায়, আজ শুক্রবার (২৩ জুলাই) সকালে কানাচাক এলাকায় একটি ড্রোন ভূপাতিত করা হয়।
বেশ কয়েক দিন ধরেই জম্মু ও কাশ্মীরের আকাশে ড্রোনের আনাগোনা বেড়েই চলেছে। এতে দেখা দিয়েছে আতঙ্ক। গত বুধবার সাতওয়ারি এলাকায় সন্দেহভাজন একটি ড্রোন শনাক্ত করা হয়।
গত ১৬ জুলাইও ড্রোন দেখা গিয়েছিল জম্মুর বিমানঘাঁটি এলাকায়। এর আগে ড্রোনের মাধ্যমে হামলাও চালানো হয়েছিল। এ ঘটনার পর পরই ভারতের আকাশে শত্রুপক্ষের ড্রোনের উপস্থিতি ঠেকাতে মোতায়েন করা হয়েছে অ্যান্টি-ড্রোন সিস্টেম। বিমানবাহিনীর পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে অবস্থিত বিমানঘাঁটিগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে পদক্ষেপ। (সূত্র: এনডিটিভি) #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.