কাশ্মীরের দুই অংশ দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে বিভিক্ত হচ্ছে আজ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতেই ভারত অধিকৃত জম্মু-কাশ্মীর ভাগ হয়ে যাচ্ছে। এই রাজ্যের দুই অংশ দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে বিভিক্ত হচ্ছে। ইতিমধ্যেই শপথ নিয়েছেন জম্মু ও কাশ্মীরের দুই উপ-রাজ্যপাল। এর ফলে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল বেড়ে হলো ৯টি। আর একটি রাজ্য কমে যাওয়ায় এখন ভারতের মানচিত্রে রাজ্যের সংখ্যা হলো ২৮ টি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা সম্পন্ন ৩৭০ অনুচ্ছেদ বিলোপ করে। তখন কেবল কাশ্মীরের বিশেষ মর্যাদা নয়, রাজ্যের মর্যাদাটুকুও হারায় জম্মু-কাশ্মীর। পূর্বঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মধ্যরাত থেকেই রাজ্যের মর্যাদা হারাচ্ছে জম্মু-কাশ্মীর।

মধ্যরাতেই দ্বিখন্ডিত হতে চলেছে ভূস্বর্গ নামে পরিচিত কাশ্মীর। আজ বৃহস্পতিবার থেকে যাত্রা শুরু হবে নতুন দুই কেন্দ্র শাসিত অঞ্চলের। গতকাল বুধবার লাদাখের নব নিযুক্ত লেফটেনেন্ট গভর্নরের পরামর্শ দাতা হিসেবে আইএএস অফিসার উমঙ্গ নারুলাকে নিয়োগ দেয়া হয়েছে। লাদাখের কেন্দ্র শাসিত অঞ্চলের পুলিশ প্রধান হিসেবে আইজি এসএস খান্ডারকে নিয়োগ করা হয়েছে।

জন্মু-কাশ্মীরের লেফটেনেন্ট গভর্নর হচ্ছেন গিরিশচন্দ্র মুর্মু। আর লাদাখের লেফটেনেন্ট গভর্নর রাধাকৃষ্ণ মাথুর। আজ বৃহস্পতিবার সকালে জন্মু-কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতি গীতা মিত্তল প্রথমে রাধাকৃষ্ণ মাথুরকে শপথবাক্য পাঠ করাবেন। তারপর শ্রীনগরে গিয়ে শপথবাক্য পাঠ করাবেন গিরিশচন্দ্র মুর্মুকে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.