কালীগঞ্জ থেকে ধান কাটতে বিভিন্ন জেলায় গেল ৮৫ জন কৃষি শ্রমিক 

লালমনিরহাট প্রতিনিধি: করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কঠোর বিধি নিষেধের মধ্যেও বিশেষ ব্যবস্থায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও বিপনন অব্যাহত রাখতে চলতি বোরো মৌসুমে  ধান কাটার জন্য  লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা থেকে ধানকাটার জন্য দেশের বিভিন্ন জেলায়  গেল ২য় ধাপে ৮৫ জন কৃষিশ্রমিক।
আজ সোমবার (১৯ এপ্রিল) দুপুরে দুটি বিশেষ নাইট কোচ ও একটি মাইক্রোবাসে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসান ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দা সিফাত জাহানের যৌথ প্রত্যয়নে তারা দল নেতার মাধ্যমে রওনা হয়।
মাইক্রোবাসে ১৪ জন গাজীপুরের কালীগঞ্জে, নাইটকোচে ৪০ জন মুন্সিগঞ্জ ও ৩১ জন বগুড়া জেলার নন্দীগ্রামে ধান কাটার জন্য শ্রমিক হিসেবে গমন করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান বলেন, কৃষি অর্থনীতি সচল রাখতে প্রয়োজন অনুপাতে বাইরের জেলায় ধান কাটতে শ্রমিক পাঠানো শুরু হয়েছে। আগামী দিনেও এ কার্যক্রম অব্যহত থাকবে। এবং গমনেচ্ছুক শ্রমিকদের উদ্দেশ্যে স্বাস্থ্যবিধি ও নিয়মকাকনুন সম্পর্কে বক্তব্য দেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.