কালীগঞ্জে রাতের আঁধারে ইয়াবাসহ গ্রেপ্তার দুই

লালমনিরহাট প্রতিনিধি: সম্প্রতি মাদকের অবস্থান জিরো টলারেন্সে নিয়ে আসার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা দিয়েছেন এরই অংশ হিসেবে লালমনিরহাট জেলা পুলিশ সুপার আবিদা সুলতানার দিক নির্দেশে ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশ মাদকের বিরুদ্ধে ব্যাপক তৎপরতা চালাচ্ছে।
গতকাল সোমবার (৯ মার্চ) রাতে মাদক বিরোধী বিশেষ অভিযানে দুই শত পিচ ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আটককৃত দু’জন হলেন, মুন্সীগঞ্জ জেলার টংঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মিলন মিয়া (২৮) এবং রংপুর কোতয়ালী থানার সাতগাড়া ( মিস্ত্রি পাড়া) এলাকার মৃত ইউসুফ আহমেদ এর ছেলে নাহিদ(৩৫)।
তাদের দু’জনকে উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকায় কাকিনা মহিপুড় সড়কে গ্রেপ্তার করে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মোঃ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং ১১/৭৮।
তিনি আরও বলেন, মাদকমুক্ত করতে কালীগঞ্জ থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। পুলিশের এ অভিযানে ইতিমধ্যেই মাদক ব্যবসায়ীদের মধ্যে আতংঙ্ক ছড়িয়ে পড়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.