কালীগঞ্জে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে  উৎকোচ গ্রহনের অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে মদাতী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে  উৎকোচ গ্রহনের অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার (৪ নভেম্বর) দক্ষিন মুসরত মদাতীর বিস্টু চন্দ্র রায়ের পুত্র সবুজ চন্দ্র রায় এ অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, সবুজ চন্দ্র রায় তাঁহার. ২৫ শতাংশ জমির খাজনা পরিশোধ করতে মদাতী ইউনিয়ন ভুমি কর্মকর্তার নিকট গেলে তিনি উক্ত জমির জন্য ৪৫০০ শত টাকা খাজনা দাবী করেন।
এবং এর কম তাহার জমির খাজনা পরিশোধ হবে না মর্মে জানান।  কিন্তুু ৪৫ শত টাকা নিয়ে ভুমি কর্মকর্তা এরশাদুল হাবীব বাবু উক্ত ব্যক্তিকে ৩০০০ টাকার খাজনা রশিদ প্রদান করেন।
স্থানীয় ব্যক্তিরা বিটিসি নিউজকে জানান, ভুমি কর্মকর্তা একজন দুর্নীতিবাজ। তিনি মানুষকে হয়রানী করে উৎকোচ আদায় করে থাকেন। আমরা এর প্রতিকার চাই।
এ বিষয়ে সবুজ চন্দ্র রায় জানান, শত শত মানুষ এ কর্মকর্তার নিকট হয়রানীর শিকার। আমরা তাহার বিচার চেয়ে অভিযোগ করেছি।
ভুমি কর্মকর্তা এরশাদুল হাবীব বিটিসি নিউজকে জানান, তাহার নিকট হতে কোন অতিরিক্ত টাকা আদায় করা হয়নি। ৩ হাজার টাকা আদায় করা হয়েছে তাহাকে উক্ত টাকার খাজনা রশিদও প্রদান করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.