কালীগঞ্জের বুড়িরহাট আদর্শ স্কুলের আদর্শ কোথায়! তিন ছাত্রকে পিটিয়ে জখম

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সপ্তম শ্রেণীর তিন স্কুলছাত্রকে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে স্কুল দপ্তরী কাঞ্চনের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বুড়িরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে।
এ ঘটনায় ওই স্কুল ছাত্রদের অভিভাবকগন বিচার চেয়ে প্রধান শিক্ষক বরাবর অভিযোগ করেন।
ওই তিন শিক্ষার্থীরা হলেন, রফিকুল ইসলামের ছেলে মুরাদ (১২), বাবুল মিয়ার ছেলে রাকিব(১২) ও চাঁন মিয়ার ছেলে আরিফুল(১৩)।
এ ঘটনায় ওই তিন জন  আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
অভিভাবক ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বুড়িরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর তিন ছাত্র মিলে মোটরসাইকেলের উপরে উঠার ঘটনায় স্কুলের দপ্তরী কাঞ্চন চন্দ্র রায় ছাত্রদের শ্রেণীকক্ষে ডেকে নিয়ে এলোপাতাড়ি চড়-থাপ্পড় ও বাঁশের কঞ্চি দিয়ে পিটিয়ে জখম করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি তবে প্রস্তুতি চলছে।
এ বিষয়ে দপ্তরী কাঞ্চন বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন,আমার এটা ভুল হয়েছে। পরবর্তী সময় এরকম ভুল হবে না।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.