কালিহাতীর পৌলী নদীতে বালু উত্তোলনের দায়ে ২ জনের কারাদণ্ড

কালিহাতী (টাংগাইলপ্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে পৌলী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুই জনকে আটক করে ৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে মাটি সরবরাহের কাজে নিয়োজিত একটি ড্রাম ট্রাক জব্দ করে কালিহাতী থানায় হস্তান্তর ও একটি ভেকু ক্ষতিগ্রস্ত করা হয়।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে পৌলী রেলওয়ে সেতুর পূর্ব পাশে নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন।কারাদণ্ডপ্রাপ্তরা মির্জাপুর উপজেলার মহেড়া গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে জাহিদ (১৯) ও দেলদুয়ার উপজেলার পড়াইখালী গ্রামের সুরুজ মিয়ার ছেলে শরিফ (২৯)।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন বিষয়টি নিশ্চিত করে জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কালিহাতী (টাংগাইলপ্রতিনিধি সাব্বির আহাম্মেদ। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.